Latest News

নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর কমিটি গঠনের সিদ্ধান্ত

এসবিএন ডেস্ক:  স্পেনে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’ এর নতুন কমিটি ভোটারের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ৯ অক্টোবর, মঙ্গলবার রাতে মাদ্রিদে সংগঠনটির কার্য্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।  নির্বাচন পরিচালনার জন্য মাদ্রিদের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব খোরশেদ আলম মজুমদারকে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্তও নেয়া হয় ঐ সভায়। অ্যাসোসিয়েশনের এ সাধারণ সভায় মাদ্রিদের প্রায় সকল আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সংবিধান অনুযায়ি সরাসরি নির্বাচনের উপর আলোচনা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটি আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করবেন এবং সরাসরি ভোটে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানা গেছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গত আহ্বায়ক কমিটির সদস্য সচিব দুলাল সাফা, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আল মামুন, জামাল উদ্দিন মনির, প্রাক্তন সিনিয়র সহ সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, প্রাক্তন সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, কামরুজ্জামান সুন্দর, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম সোহেল ভূঁইয়া, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পঙ্কী, কমিউনিটি নেতা গোলাম মোস্তফা জাহাঙ্গীর, জাকির হোসেন, বেলাল আহমদ, আব্দুস সাত্তার, বেলাল আহমদ, আল আমীন মিয়া, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী, মাহবুবুর রহমান ঝন্টুসহ শতাধিক প্রবাসী বাংলাদেশি।
উল্লেখ্য, বাঙালি কমিউনিটির উন্নয়ন তথা প্রবাসীদের অধিকার আদায় ও সংরক্ষনের পাশাপাশি বাঙালি নতুন প্রজন্মকে দেশিয় সংস্কৃতি লালনের প্রত্যয় নিয়ে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com