Latest News

বার্সেলোনায় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের প্রতিবাদ সভা

এসবিএন ডেস্ক: বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী’র সন্ধান দাবিতে কাতালোনিয়া ইলিয়াস মুক্তি পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৭ অক্টোবর, রবিবার রাত ৯টায় বার্সেলোনার রিয়েরেতা সড়কের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন এআর লিটু। কাতালোনিয়া ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়েবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তারা এম ইলিয়াস আলীকে আওয়ামী লীগ সরকার ৭৭মাস ধরে গুম করে রেখেছে অভিযোগ করে অবিলম্বে বিএনপি এ নেতার সন্ধান দাবি করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাতালোনিয়া বিএনপি’র প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম, কাতালোনিয়া ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা মনোয়ার পাশা, সান্তা কলোমা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ, কাতালোনিয়া বিএনপি নেতা আনহার আলী, কাতালোনিয়া যুবদল সভাপতি শফিক খান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ,  কাতালোনিয়া ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ, কাতালোনিয়া যুবদল নেতা কাজী উজ্জ্বল আহমেদ, রবিউল করিম, রাজন আহমদ, শাহিন আহম, আক্তার আহমদ প্রমূখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com