Latest News

মাদ্রিদ বাংলাদেশি মসজিদের উদ্যোগে কর্দোবায় শিক্ষা সফর

এসবিএন ডেস্ক: মাদ্রিদে বাংলাদেশি মসজিদ ‘বায়তুল মোকারম জামে মসজিদ’ পরিচালনা কমিটির উদ্যোগে মুসলমানদের ঐতিহাসিক স্থান ‘কর্দোবা মসজিদ’ এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। গত ৬ সেপ্টেম্বর মাদিদের বাঙালি অধ্যুষিত এলাকা লাভাপিয়েস থেকে ৩টি বাসযোগে ১৬৫ জন প্রবাসী বাংলাদেশি শিক্ষা সফরের উদ্দেশে আন্দালোসিয়ায় মুসলিম ঐতিহ্য বিজড়িত স্থান কর্দোবা মসজিদে পৌঁছেন। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট হিসেবে ইউনেস্কো স্বীকৃত কর্দোবা মসজিদের ইতিহাস শিক্ষা সফরে অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরেন শিক্ষা সফর আয়োজক কমিটির সদস্যরা। পাশাপাশি এ শিক্ষা সফরে নানা খেলাধূলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বায়তুল মোকারম জামে মসজিদের ইমাম হাফেজ হাসান বিন মুহাম্মদ উল্লাহ এর সার্বিক তত্ত্বাবধানে এবং কোষাধ্যক্ষ হারুন আল রশিদ, মাহবুবুল আলম শিপন, নুরুল আলম প্রমূখের সহযোগিতায় এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। বাংলাদেশি মুসলমান নব প্রজন্ম যাতে ইসলাম সম্পর্কে জানতে পারে সেজন্য প্রতিবছরই এরকম শিক্ষা সফরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন বায়তুল মোকারম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com