Latest News

সাংবাদিক কবির আল মাহমুদের স্বদেশ যাত্রা উপলক্ষে মাদ্রিদে চা-চক্র

সালমান হাসান সর্দার: স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য ও বাংলা টিভির মাদ্রিদ প্রতিনিধি কবির আল মাহমুদের স্বদেশযাত্রা উপলক্ষে স্পেন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে মাদ্রিদে এক সংবর্ধনা ও চা-চক্র অনুষ্ঠিত হয়। গত ১৪ নভেম্বর মাদ্রিদের বাঙালিপাড়া লাভাপিয়েস সড়কের ধানসিঁড়ি রেস্তোরাঁয় আয়োজিত এ চক্রে সংবাদকর্মীদের পাশাপাশি স্থানীয় সুধীজনও উপস্থিত ছিলেন।
স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদের সভাপতিত্বে এবং বাংলাদেশ স্পোর্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আসাদ আলী ও হুমায়ুন কবির রিগ্যানের যৌথ পরিচালনায় চা-চক্র অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা মিনহাজুল আলম মামুন, আবু জাফর রসেল, সালমান হোসাইন সর্দার, আবু তাহের সাজু, নাজিম উদ্দিন, নিজাম উদ্দিন আহমদ প্রমূখ। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com