Latest News

বার্সেলোনায় ঈদে মিলাদুন্নবী পালিত

এসবিএন ডেস্ক: স্পেনের বার্সেলোনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে স্থানীয় শাহ জালাল জামে মসজিদে মিলাদুন্নবী (সা:) বাস্তবায়ন কমিটির  উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন জার্মানের বার্লিনের বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা হেলাল উদ্দিন সিরাজী।
শাহ জালাল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুরুজ্জামান জামানের সভাপতিত্বে ও ইমাম ইমাম মাওলানা হাফেজ ইসমাঈল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত এ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান পেশ করেন  বার্সেলোনার লতিফিয়া ফুলতলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুল জলিল। মাহফিলে বক্তারা হযরত মোহাম্মদ (সা:) এর জীবনী আলোচনা করেন এবং নবী প্রদর্শিত ইসলামের দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানান। মাহফিলে মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com