Latest News

বার্সেলোনায় প্রবাসী ভিআইপি ক্লাব মাদারিপুর এর সভা অনুষ্ঠিত

এসবিএন ডেস্ক: বার্সেলোনায় ‘প্রবাসী ভিআইপি ক্লাব মাদারিপুর’ এর সদস্যদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ নভেম্বর স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত আলোচনা সভায় বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মাদারিপুর জেলার প্রবাসী বাংলাদেশিদের একই প্লাটফর্মে এনে মাদারিপুর এর উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
মো: নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও তৌফিকুজ্জামান সহজ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বার্সেলোনায় বসবাসরত মাদারিপুর জেলার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রবাসী ভিআইপি ক্লাব মাদারিপুর এর প্রধান সমন্বয়কারী শফিক খান সংগঠনের বিগত কার্যক্রম ও ভবিষ্যত কর্মপন্থা উপস্থিতিদের মাঝে তুলে ধরেন। 
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তানবির হাসান কচি, আতাউর রহমান শাহিন, মো: হান্নান ফকির, মো: শফিকুল ইসলাম, মো: নাজমুল ইসলাম শোভন, মো: মাসুদ রানা, মো: বাদল হাওলাদার, মো: ফারুক বয়াতী, সোহাগ মুন্সি, শামীম খান, ফরাজী সোহেল, ফয়সাল আহমেদ, মো: রুমি, শিপলু হাওলাদার, বাবুল সরদার প্রমূখ। সভায় আগামী ৩ ডিসেম্বর প্রতিবন্ধী দিবসে মাদারিপুরের প্রতিবন্ধী স্কুলে হুইল চেয়ার বিতরণের পাশাপাশি স্পেনসহ ইউরোপজুড়ে সংগঠনের কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের প্রথম সদস্য মিরন নাজমুল, প্রচার সম্পাদক লায়েবুর রহমান, সদস্য মো: সালাহ উদ্দিন, সদস্য জাফর হোসাইন ও কমিউনিটি নেতা আবু তালেব আল মামুন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com