Latest News

বার্সেলোনায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এসবিএন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাতালোনিয়া আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। গত ১১ নভেম্বর বার্সেলোনার স্থানীয় একটি রেস্তোরাঁয় কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করেন কাতালোনিয়া যুবলীগের নেতৃবৃন্দ। এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রচারণায় প্রবাসের আওয়ামী যুবলীগের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
কাতালোনিয়া আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো: ছালাহ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন এবং  বিশেষ অতিথির বক্তব্য দেন কাতালোনিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম, কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুহেল, কাতালোনিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মির্জা আব্দুস সালাম, কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি
হানিফ শরিফ ও আওয়ামীলীগ নেতা কামরুল মোহাম্মদ।  এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাতালোনিয়া যুবলীগের সহ সভাপতি রুবেল খান, মহি উদ্দিন কিশোর, নুরু ভূঁইয়া,  মো: বাবুল আহমদ, সুহেল মিয়া, ইদ্রিস মিয়া, কাসেম হুসেন, কামাল বেপারী, সাবেল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আসিফ কিবরিয়া মো: শিহাব আহমদ, স্পেন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল পিয়াস, যুবলীগ সদস্য আরিফ আহমদ প্রমূখ। প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আওয়ামী যুবলীগ নামক যে সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল, সে সংগঠনের দায়িত্ব এখন অনেক। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে যুব সমাজকে উদ্বুদ্ধ করার দায়িত্বও নিতে হবে যুবলীগকে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com