Latest News

স্পেন আ’লীগের উদ্যোগে জেলহত্যা দিবস পালন

সালমান হাসান সর্দার, মাদ্রিদ: যথাযথ মর্যাদায় শোকাবহ পরিবেশে জেলহত্যা দিবস পালন করেছে আওয়মী লীগ স্পেন শাখা। এ উপলক্ষে সংগঠনের ব্যানারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। গত ৬ নভেম্বর স্থানীয় একটি রেস্তোরায় আয়োজিত এ আলোচনা সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মম ও নৃশংসভাবে হত্যা হওয়া জাতীয় চার নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আওয়ামী লীগ স্পেন শাখার সভাপতি শাকিল খান পান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়নের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা চার নেতা হত্যার পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদ- কার্যকর করার দাবি জানান। বক্তারা আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ধারাবাহিকতায় খুনিরা চার নেতাকে হত্যা করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল।
এ খুনিদের দোসররা এখনো বাংলাদেশের উন্নয়নকে থমকে দিতে চায়। তাই দেশের উন্নয়নে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করতে হবে।
আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা একেএম জহিরুল ইসলাম, জাতীয় পার্টি স্পেন শাখার সভাপতি আবুল হোসেন, স্পেন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, ফয়জুর রাহমান, মহিলা সম্পাদিকা রোকসানা খানম হাসি, মান্নান বাংলা স্কুলের প্রধান শিক্ষিকা শামিমা হোসেন, যুবলীগ নেতা ইফতেখার আলম, মুজিবুর রহমান মুজিব প্রমুখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com