Latest News

বার্সেলোনায় বাংলা স্কুলের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

এসবিএন ডেস্ক: স্পেনের বার্সেলোনায় বাংলা স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বার্সেলোনার স্থানীয় এস্কুয়েলা পিয়ের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, ছাত্র ছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিয়োজিত বাংলাদেশের অনারারি কন্সুলার রামন পেদ্র বারনাউস।
‘বিজয় সন্ধ্যা’ শিরোনামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলা স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন হক। স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনায় উপস্থিত ছিলেন   আওয়াল ইসলাম, শাহ আলম স্বাধীন, উত্তম কুমার, আনোয়ার হোসেন চৌধুরী, মনিরুজ্জামান সোহেল, আমির হোসেন আমু, শফিক খান, আরিফুল ইসলাম, আবুল কাসেম,  জাকির হোসেন ভূঁইয়া, স্পেন বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক লায়েবুর রহমান, সদস্য সালেহ আহমদ, মো: ছালাহ উদ্দিন প্রমূখ।
এছাড়াও স্কুল শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও শিক্ষক জুয়েল আহমদ, জিনাত সুলতানা, ফৌজিয়া নজরুল, সায়মা ইসলাম, মাসুদা পারভীন, সাহানা ইয়াছমিন, শামসুজ্জামান পাহেল। আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নব প্রজন্ম যাতে বাংলাদেশের ইতিহাস জেনে বেড়ে ওঠে, সে ব্যাপারে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা স্কুলের ছাত্র ছাত্রীরা দেশাত্মবোধক নাচ, গান পরিবেশন করেন। শফিক খানের পরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ছাত্র ছাত্রীদের ‘যেমন খুশি তেমন সাজো’ দর্শকদের প্রশংসা কুড়ায়।  এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা। বিজয় দিবসের অনুষ্ঠানে বার্সলোনার স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের পাশাপাশি বাংলা স্কুলের ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com