Latest News

বার্সেলোনায় মহিলা সমিতির উদ্যোগে বিজয়ের অনুষ্ঠান

এসবিএন ডেস্ক: বাংলাদেশের ৪৮তম বিজয় দিবস উপলক্ষে স্পেনের বার্সেলোনায় মহিলা সমিতির উদ্যোগে ‘বিজয় উল্লাস’ শিরোনামে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। গত ২৩ ডিসেম্বর স্থানীয় সময় বিকাল ৫টায় বার্সেলোনার ভিলাদমাত সড়কের সেন্ত্র সিভিক মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
মিশু ও মুন্নীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় স্বাগত বক্তব্য দেন বার্সেলোনা বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি মেহতা হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার উপদেষ্টা নবিনুল হক, বাংলাদেশ কুলতুরাল অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার সভাপতি সুরুজ্জামান জামান,
উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়ার সভাপতি উত্তম কুমার, বার্সেলোনা বাংলা স্কুলের সভাপতি আলাউদ্দিন হক নেছা, কমিউনিটি নেতা ছোবহান মিয়া, স্পেন বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বনি হায়দার মান্না, সাধারণ  সম্পাদক আফাজ জনি, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, প্রচার সম্পাদক লায়েবুর রহমান, সদস্য ছালাহ উদ্দিন, প্রবাস কথার এখলাছ মিয়া, ঢাকা সমিতির সভাপতি শাহ আলম স্বাধীন, বিয়ানী বাজার জনকল্যান অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফুর রহমান সুমন, মাদারিপুর সমিতির হানিফ শরিফ, কমিউনিটি নেতা আব্দুল আজিজ, বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের সভাপতি এইচএম রায়হান, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুহেল, কাতালোনিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহজ মোল্লা, কাতালোনিয়া যুবলীগের সভাপতি আমির হোসেন আমু, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম প্রমূখ।
সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন ওয়াসি উদ্দিন, বিউটি, জিনাত, রাজু গাজী, দিবা, তন্ময়, ওয়াফিকা, আনুশকা, সোহা, জাওয়াদ প্রমূখ।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com