|
নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার |
এসবিএন ডেস্ক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্পেনের মাদ্রিদে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মামুন-মাসুদ ও তারেক-সুন্দর দু’টি প্যানেল থেকে ২১টি পদের জন্য ৪২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনে ২০টি পদে জয়ী হয় তারেক-সুন্দর প্যানেল।
মাদ্রিদে প্রায় ১৫ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও ৩ হাজার ৪ শ’ ৫৮ জন বাংলাদেশি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেন। এর মধ্যে ২হাজার ৬শ’ ৭৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। ১৩ জানুয়ারি, রবিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত মাদ্রিদে
|
ভোট দেয়ার অপেক্ষা... |
বাঙালি অধ্যুষিত এলাক খেসুস ই মারিয়া সড়কের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কার্য্যালয়ে চলে এই ভোট গ্রহণ। সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল লক্ষনীয়। আনন্দঘন পরিবেশে স্বতস্ফূর্তভাবে দেশীয় নির্বাচনী আমেজে ভোট প্রদান করতে পারায় ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করেন। নির্বাচন পর্যবেক্ষণ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার এবং মাদ্রিদ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা। ভোট গ্রহণ শেষে রাত ১১টায় ভোট গণনা শুরু হয়। দীর্ঘ প্রায় ১৪ ঘন্টা বিরামহীন ভোট গণনার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদার সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনের সকল সদস্যদের পক্ষ থেকে ভোটার ও প্রার্থীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর ২০১৮-২০২০ সালের জন্য যারা নির্বাচিত হলেন-
সভাপতি- কাজী এনায়েতুল করিম তারেক, প্রাপ্ত ভোট ১৪৪৫ (নিকটতম প্রতিদ্বন্দ্বী আল মামুন, প্রাপ্ত ভোট ১১৮৮),
সিনিয়র সহ সভাপতি- আল আমিন মিয়া, প্রাপ্ত ভোট ১৪২২ ( নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান ঝন্টু, প্রাপ্ত ভোট ১০৮৭),
সহ সভাপতি- জহিরুল ইসলাম নয়ন, প্রাপ্ত ভোট ১২৫৬ (নিকটতম প্রতিদ্বন্দ্বী সুরুজ্জামান মিয়া, প্রাপ্ত ভোট ১২৩৮),
সাধারণ সম্পাদক- কামরুজ্জামান সুন্দর, প্রাপ্ত ভোট ১৫৪৫ (নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রানা মাসুদ, প্রাপ্ত ভোট ৯৯৮),
সিনিয়র সহ সাধারণ সম্পাদক- মোরশেদ আলম তাহের, প্রাপ্ত ভোট ১৩১১ (নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর মোহাম্মদ রিপন, প্রাপ্ত ভোট ১১৬৮)
সহ সাধারণ সম্পাদক কাজী আলমগীর, প্রাপ্ত ভোট ১২৮৫ (নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সায়েম মজুমদার, প্রাপ্ত ভোট ১১৯৯),
সাংগঠনিক সম্পাদক - আক্তারুজ্জামান, প্রাপ্ত ভোট ১২৮০ (নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফখরুল হাসান, প্রাপ্ত ভোট ১১৯৯),
সহ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রাপ্ত ভোট ১৩১২ (নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল
|
ভোট গণনা... |
আলিম, প্রাপ্ত ভোট ১১১৪),
কোষাধ্যক্ষ-
আবুল হাসেম মেম্বার, প্রাপ্ত ভোট ১২৮৪, (নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বক্কর সিদ্দিক, প্রাপ্ত ভোট ১২০৩),
সহ কোষাধ্যক্ষ- জালাল হোসেন, প্রাপ্ত ভোট ১২৯৫ (নিকটতম প্রতিদ্বন্দ্বী আহাম্মদ আসাদুর রহমান, প্রাপ্ত ভোট ১১৭৭),
প্রচার ও অফিস সম্পাদক- আবু বাক্কার, প্রাপ্ত ভোট ১৪৩০ (নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুর রহমান, প্রাপ্ত ভোট ১০৫৩),
সহ প্রচার ও অফিস সম্পাদক- আমির হোসেন, প্রাপ্ত ভোট ১৩২৩ (নিকটতম প্রতিদ্বন্দ্বী মো নজরুল ইসলাম, প্রাপ্ত ভোট ১১১৪),
শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম সম্পাদক- মারুফ বিল্লাহ, প্রাপ্ত ভোট ১৩৩৯ (নিকটতম প্রতিদ্বন্দ্বী মো জহির উদ্দিন, প্রাপ্ত ভোট ১০৮৬),
সহ শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম সম্পাদক- হানিফ মিয়াজী, প্রাপ্ত ভোট ১৩৪৫ (নিকটতম প্রতিদ্বন্দ্বী অলিপ কুমার দাস, প্রাপ্ত ভোট ১০৯২),
ক্রীড়া সম্পাদক- সায়েক মিয়া, প্রাপ্ত ভোট ১২৩৪ (নিকটতম প্রতিদ্বন্দ্বী হাদী মুন্সি, প্রাপ্ত ভোট ১২১৭),
সহ ক্রীড়া সম্পাদক- জাহিদ মিয়া, প্রাপ্ত ভোট ১২৪১ (নিকটতম প্রতিদ্বন্দ্বী শাওন শেখ, প্রাপ্ত ভোট ১২১৭),
মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা- কাজী সোহেলী শারমিন, প্রাপ্ত ভোট ১৩১০ (নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা হোসেন, প্রাপ্ত ভোট ১১৪২),
সহ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা- শামীমা আক্তার, প্রাপ্ত ভোট ১৩০৮ (নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদা পারভিন, প্রাপ্ত ভোট ১০৫৩),
১নং সদস্য- আব্দুল মজিদ সুজন, প্রাপ্ত ভোট ১২৭৪ (নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন নূর, প্রাপ্ত ভোট ১১৪৪),
২নং সদস্য- আল আমিন ছমির উদ্দিন, প্রাপ্ত ভোট ১৩৩৪ (নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম, প্রাপ্ত ভোট ১১২১),
৩নং সদস্য- সাঈদ বদরুল হক মিল্লাত, প্রাপ্ত ভোট ১৪০৩ (নিকটতম প্রতিদ্বন্দ্বী মাঈন উদ্দিন, প্রাপ্ত ভোট ১০৭৪)।
প্রসঙ্গত, বাঙালি কমিউনিটির উন্নয়ন তথা প্রবাসীদের অধিকার আদায় ও সংরক্ষণের পাশাপাশি বাঙালি নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি লালনের প্রত্যয় নিয়ে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন। মাদ্রিদে বসবাসরত প্রায় ১৫ হাজার প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ প্লাটফরম হিসেবে এ সংগঠনের নেতৃত্বে কারা আসছেন, এনিয়ে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে ছিল আলোচনা পর্যালোচনা।