Latest News

সৈয়দ আশরাফের মৃত্যুতে স্পেন আ‘লীগের দোয়া মাহফিল

এসবিএন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে স্পেন আওয়ামী লীগ এর ব্যানারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জানুয়ারি মাদ্রিদের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত আলোচনা সভায় বক্তারা সৈয়দ আশরাফুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তার মৃত্যুতে  আওয়ামী লীগ যেমন নিবেদিত প্রাণ একজন নেতাকে হারিয়েছে; তেমনি পুরো দেশ একজন দেশপ্রেমিক মানুষ হারালো।
সংগঠনের সহ সভাপতি জাকির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান এর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগ এর সহ সভাপতি তামিম চৌধুরী, ইসলাম উদ্দিন, আইয়ুব আলী সোহাগ, একরামুজ্জান কিরণ, ফয়সল আলম, আলমগীর হোসেন,  যুবলীগ নেতা ইফতেখার আলম, সোহাগ মিয়া প্রমূখ। সভা শেষে সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com