Latest News

স্পেন বাংলা প্রেসক্লাবের ইফতারে কমিউনিটির সর্বস্তরের মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ

আদনান কায়সার ও সালমান সর্দার: স্পেনে বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে ‘স্পেন বাংলা প্রেসক্লাব’ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ মে) মাদ্রিদে ‘মেহমানখানা’ রেস্তোরাঁয় আয়োজিত এ ইফতার মাহফিলে স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা ছাড়াও বাংলাদেশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। রমজানের তাৎপর্য ও ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন শাহজালাল ফুলতলী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান। স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদের সভাপতিত্বে ও সদস্য কবির আল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মিনহাজুল আলম মামুন ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন সদস্য সাইফুল আমীন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন
সভাপতি আল মামুন, এএসআই রবিন, প্রবীন কমিউনিটি নেতা সৈয়দ আশফাকুল হক, নূর হোসেন পাটোয়ারি, মোজাম্মেল হোসেন মনু, মাহবুবুর রমহান ঝন্টু, মো. লুৎফুর রহমান, সোহেল ভূঁইয়া, দুলাল সাফা, জাকির হোসেন, আব্দুল কাইয়ূম সেলিম, আব্দুল মুত্তাকিন মুজাক্কির, আয়ূব আলী সোহাগ, সোহেল আহমদ শামসু, শেখ আব্দুর রহমান, ইসলাম উদ্দিন পঙ্কী, মাসুদ রহমান, আবুল হোসেন, রমিজ উদ্দিন, তামিন চৌধুরী, নজরুল ইসলাম নাজু, রাসেল দেওয়ান, হেমায়েত খান, রবিন মাহমুদ, আফসার হোসেন নীলু, সুমন নূর, সায়েম সরকার, এফএম ফারুক পাভেল, এম আই আমীন, নাহিদ আনোয়ারুল, রানা জয়নূল আবেদিন, জালাল হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, কমিউনিটিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষ্যে  সাংবাদিকতায় পেশাদারীত্ব জোরদার করার পাশাপাশি নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন।  বক্তারা স্পেন বাংলা প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করে আরো বলেন, এ সংগঠন দীর্ঘদিন থেকে স্পেনে একটি শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি গঠনে ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বলেন, স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী এ সংগঠনের সদস্যরা কমিউনিটির সেবায় যেভাবে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসনীয়। দূতাবাস ও  কমিউনিটির মধ্যে সুসম্পর্ক সৃষ্টিতেও তারা ভূমিকা রাখছেন।
ইফতারের পূর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ জহির আহমদ।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com