Latest News

বার্সেলোনায় গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

আবিদ আহমদ চৌধুরী: স্পেনের বার্সেলোনায় গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মে বাংলাদেশি অধ্যুষিত এলাকা রাভাল সংলগ্ন শাহ জালাল জামে মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
 গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমদ দুলাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওয়াজিজুর রহমান মুজিবসহ সংগঠনের কার্যকরী কমিটির সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ মাহফিলে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারপূর্ব রমজানের গুরুত্ব নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসাইন ও মাওলানা আজমল।
গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি সাব্বির আহমদ দুলাল ইফতার মাহফিলে আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন, কমিউনিটির জন্য কাজ করার প্রত্যয় আর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখার জন্য গোলাপগঞ্জ অ্যাসোসিয়েশন কাজ করে যাবে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com