Latest News

বার্সেলোনায় তরুণ সংগঠক মোজাফফর আহমেদের সৌজন্যে ইফতার মাহফিল

এম লায়েবুর রহমান: পবিত্র মাহে রমজানে রোজাদারদের ইফতার করানোর রীতি মুসলমানরা অনুসরণ করে থাকেন। আত্মতৃপ্তি আর সওয়াবের আশায় প্রবাসী বাংলাদেশি মুসলমানরাও নিজেদের সংগঠন কিংবা ব্যক্তিগত উদ্যোগেও ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন। গত ১৮ মে বার্সেলোনায় তরুণ বাংলাদেশি সংগঠক মোজাফফর আহমেদ ব্যক্তিগত উদ্যোগে তেমনি এক ইফতার মাহফিলের আয়োজন করেন। স্থানীয় রবাদর সড়কের একটি হলে আয়োজিত এ ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আবু ইউসুফ, গ্রীন ক্রিসেন্ট সোসাইটির সভাপতি সোবহান মিয়া, সুনামগঞ্জ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আবির, কমিউনিটি ব্যাক্তিত্ব আলতাফ মিয়া, দিরাই অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এলাইছ মিয়া, সুনামগঞ্জ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আরশ আলী, দিরাই অ্যাসোসিয়েশন বার্সেলোনার সভাপতি ইমরান হোসেন, সুনামগঞ্জ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা সালাম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ মিয়া প্রমূখ।
ইফতার মাহফিলের আয়োজক মোজাফফর আহমেদ জানান, একসঙ্গে অনেককে ইফতার করাতে পারাটা যেমনটা আনন্দের, তেমনি অনেকের সঙ্গে ইফতার করাটাও অনেক বেশি সওয়াবের। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com