এসবিএন ডেস্ক: স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন ‘স্পেন বাংলা প্রেসক্লাব’ এর উদ্যোগে বার্সেলোনায় বাংলাদেশি কমিউনিটির সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ মে সোমবার পর্যটন নগরী বার্সেলোনায় চার তারকা হোটেল ‘সানোটেল আকুয়ারেইয়া’ এর মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষের পাশাপাশি স্থানীয় কাতালোনিয়ার সংসদ সদস্য, স্পেনের মূলধারার রাজনৈতিক সংগঠনের নেতা ও কাতালোনিয়া প্রেসক্লাব সংগঠনের শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সম্মানে গত ১৭মে স্পেন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে দেশটির রাজধানী মাদ্রিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল।
প্রসঙ্গত, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সম্মানে গত ১৭মে স্পেন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে দেশটির রাজধানী মাদ্রিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল।