Latest News

মাদ্রিদে ‘কানেক্ট বাংলাদেশ’ এর ইফতার মাহফিল

এসবিএন ডেস্ক: স্পেনের মাদ্রিদে ‘কানেক্ট বাংলাদেশ’ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে, বুধবার স্থানীয় মেহমানখানা রেস্তোরাঁয় আয়োজিত এ মাহফিলে সংগঠনটির স্পেন শাখার সমন্বয়কবৃন্দের পাশাপাশি স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বময় ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন ‘কানেক্ট বাংলাদেশ’ এর  কেন্দ্রীয় সমন্বয়ক আফসার হোসেন নিলুর সভাপতিত্বে ও  সংগঠনের স্পেন শাখার সমন্বয়ক ইসলাম উদ্দিন পঙ্কীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম, বিএনপি নেতা নজরুল ইসলাম নাজু, কানেক্ট বাংলাদেশ স্পেন  সমন্বয়ক খায়রুজ্জামান জামান, বকুল খান, সেলিম আলম, আওয়ামী লীগ নেতা দবির তালুকদার প্রমূখ।
সভাপতির বক্তব্যে কানেক্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সমন্বয়ক আফসার হোসেন নিলু সংগঠনটির কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, প্রবাসীদের ন্যায্য অধিকার আদায় ও প্রবাসীদের অর্থায়নে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে কানেক্ট বাংলাদেশ বিশ্বময় কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদ, বিএনপি নেতা হুমায়ূন কবির রিগ্যান, কানেক্ট বাংলাদেশ এর মামুনুর রশিদ, ইমরান মাহমুদ, লিয়াকত আলী প্রমূখ। আলোচনায় বিশ্ব মুসলিম উম্মাহ‘র শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা আবু তাহের মিসবাহ। আলোচনা শেষে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com