Latest News

মাদ্রিদে ভূঁইয়া মানি ট্রান্সফার এর ইফতার মাহফিল

আদনান কায়সার : মাদ্রিদে বাংলাদেশি মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ‘ভূঁইয়া মানি ট্রান্সফার’ এর আয়োজনে স্থানীয় কমিউনিটির সম্মানে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। ১৯ এপ্রিল রবিবার মাদ্রিদে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত আল হুদা জামে মসজিদে আয়োজিত এ ইফতার মাহফিলে আগতদের স্বাগত জানান ‘ভূঁইয়া মানি ট্রান্সফার’ এর কর্ণধার নাহিদ আনোয়ারুল।  ইফতারের পূর্বে মুসলমানদের জীবনে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা ও মুসলিম উম্মাহ‘র শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে বাংলাদেশি মুসল্লিদের পাশাপাশি পাকিস্তান, মরোক্ক, সেনেগালের মুসল্লিরাও অংশগ্রহণ করেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com