Latest News

বার্মিংহামে আব্দুল মুক্তাদির জোবেরের সাথে মতবিনিময় সভা

আব্দুল আহাদ সুমন:  যুক্তরাজ্য সফররত সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীজ এর অন্যতম সদস্য ও সিলেট মিতালী ফার্মেসীর স্বত্বাধিকারী আলহাজ্ব আব্দুল মুক্তাদির জোবেরের সাথে বার্মিংহামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ জুন বাংলা কাগজ এর উদ্যোগে বার্মিংহামের লজেলসে পত্রিকাটির  কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটি সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালহা খানের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভাটি বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালামের সভাপতিত্বে ও সেক্রেটারী খসরু খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ থেকে আসা আলহাজ্ব আব্দুল মুক্তাদির জোবের ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলা কাগজের ফাইনেন্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুল, বাংলা কাগজের ডাইরেক্টর আবুল এম চৌধুরী সুমন, সাব এডিটর কলামিষ্ট শেবুল চৌধুরী, উপদেষ্টা কবি মফিদুল গণি মাহতাব, ম আ কাদির, আনহার আলী ও ফিরোজ রাব্বানী, চ্যানেল আই প্রতিনিধি আব্দুল আহাদ সুমন, বাংলা কাগজের সেলস এসিসটেন্ট মিজান রেজা চৌধুরী, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোস্তফা চৌধুরী যুবরাজ, বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশেনের সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক পারভেজ, কমিউনিটি নেতা রফিক চৌধুরী, কাজী আলাউদ্দিন, ডা. সমুছ মিয়া, মুফতি মিয়া, মিসেস রাবোয়া আহমেদ, মীর্জা ফাতেমা খান, আখতারুন চৌধুরী গুলশান, তাহেরা আনোয়ার চৌধুরী, রোশনারা পাপিয়া উদ্দিন, শাহিনা বেগম, শিলা বেগম, পারভিন বেগম, রাশিয়া খাতুন প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা বাংলাদেশে বিভিন্ন সামাজিক উন্নয়নে আলহাজ্ব আব্দুল মুক্তাদির জোবেরের নানা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। মতবিনিময় সভায় আলহাজ্ব আব্দুল মুক্তাদির জোবেরকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মতবিনিময় সভায় আলহাজ্ব আব্দুল মুক্তাদির জোবেরের সহধর্মীনি শামিম আরা চৌধুরীকেও ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com