আহমেদ ক্বাবির, বার্মিংহাম থেকে: জাতীয়তাবাদী যুবদল বার্মিংহাম-ওয়েষ্ট মিডল্যান্ডস শাখার নবঘোষিত কমিটিকে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের ইচ্ছা-আকাংখাকে তাচ্ছিল্য করে ষড়যন্ত্রমূলকভাবে অযোগ্যদের দিয়ে একটি বিতর্কিত কমিটি ঘোষনা করা হয়েছে বলে অভিযোগ করেছে বার্মিংহাম-ওয়েষ্ট মিডল্যান্ডস যুবদলের একটি অংশ। সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে জাতীয়তাবাদী যুবদল বার্মিংহাম-ওয়েষ্ট মিডল্যান্ডস শাখার ব্যানারে বার্মিংহামে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। স্থানীয় যুবদলের নেতাকর্মী ও বাংলা গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে গত ১০ জুন বার্মিংহামের মিঠাই ঘরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদল নেতা আব্দুল মুমিন চৌধুরী। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় যুক্তরাজ্য যুবদল বরাবর যথাযথ ফিসহ ৫১ সদস্যের মেম্বারশীপ ফরম জমা দেওয়া হলেও ৯০ শতাংশ নেতৃবৃন্দকে অবজ্ঞা করে মাত্র ৪ সদস্য বিশিষ্ট যে কমিটি ঘোষনা করেছে তা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং দলের নিবেদিত নেতা-কর্মীদের স্পষ্ট অবজ্ঞা করার শামিল। সক্রিয় নেতা-কর্মীদের বাদ দিয়ে ঘোষিত কমিটিতে নিস্ক্রিয় ও যোগ্যহীনদের দায়িত্ব দেওয়ায় তা মেনে নেওয়া হবে না বলে সংবাদ সম্মেলন থেকে ঘোষনা দেয়া হয়। এছাড়াও আগামী এক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে এই বিষয়ে সুরাহা না করা হলে তৃনমুল নেতাকর্মীর মতামতের ভিত্তিতে অন্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয়। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন যুবদল বার্মিংহাম-ওয়েষ্ট মিডল্যান্ডস শাখার সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ এমরান আহমেদ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা অলিউর রহমান, শামিম খান, মিজানুর রহমান সুহেল, উকিল মিয়া, সাজিদুল ইসলাম শহীদ, আবুল কাস চৌধুরী, শিহাব আহমেদ, শহীদুল ইসলাম সুহেল, খোকন মিয়া, সিরাজুল ইসলাম, আইনুল হক, শাহনুর মিয়া, সৈয়দ হোসেইন চৌধুরী, শামিম আহমেদ, মাহবুব মিয়া, মিলাদ আহমেদ, সুহেল মিয়া, আব্দুল সালাম, মোহন মিয়া, রুহেল আহমেদ, মালিক মিয়া, লোকমান আহমেদ, শহীদ মিয়া প্রমূখ। এসময় জানানো হয় হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে ২০১৪ সাল থেকে লন্ডনে গিয়ে ওয়েষ্ট মিডল্যান্ডস-বার্মিংহাম যুবদলের পক্ষ থেকে কোচ-বাস নিয়ে যেসব নেতা কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং দলের জন্য যারা সবসময়ই নিবেদিত তাদের বাদ দিয়ে পবিত্র ঈদুল ফিতরের রাতে সকলকে অন্ধকারে রেখে যুক্তরাজ্য যুবদল ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করেছে; যা দলের নিবেদিত নেতা-কর্মীদের আশা-আকাংখার কোনো প্রতিফলন ঘঠেনি। নিয়ম বহির্ভূতভাবে মাত্র ৪ সদস্য বিশিষ্ট যে কমিটি ঘোষনা করা হয়েছে তাতে যুক্তরাজ্য জাতীয়তাবাদী যুবদল তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং তারা আত্মীয়করন ও স্বীয় বলয় সৃষ্টির জন্য এই প্রক্রিয়া অবলম্বন করেছে। তারা এই কমিটি বাতিলের জোর দাবী জানান। বিষয়টি নিয়ে যুক্তরাজ্য যুবদলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।