Latest News

বার্মিংহামে কাউন্সিলর মুজিবুর রহমান জসিমকে সংবর্ধনা

আবু এইচ চৌধুরী সুইট, বার্মিহাম থেকে: লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি কেবিনেট মেম্বার নির্বাচিত হওয়ায় বাঙালী কাউন্সিলর মুজিবুর রহমান জসিমকে সংবর্ধনা দিয়েছে লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহাম। বিভিন্ন শহর থেকে আসা বেশ ক‘জন বাঙালী কাউন্সিলর ও কমিউনিটির নানা নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৯ জুন বার্মিংহামের স্মলহীথের মিঠাই ঘর রেষ্টুরেন্টে এই সংবর্ধনা প্রদান করা হয়। লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ বার্মিংহামের সভাপতি কাউন্সিলর সাদেক মিয়া শামসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই সংবর্ধনায় সংবর্ধিত কাউন্সিলর মুজিবুর রহমান জসিম ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজলিংটনের সাবেক মেয়র কাউন্সিলর জিলানী চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিউনিটি নেতা আব্দুল আহাদ চৌধুরী, চ্যানেল এসের সিনিয়র প্রোজযক আহাদ আহমেদ, টিভি উপস্থাপক জামাল আহমেদ, সাংবাদিক নজরুল ইসলাম ওকিব, মকিস মনসুর, সৈয়দ সাদিক আহমেদ, কাউন্সিলর শামিম তালুকদার, কাউন্সিলর সাইফুর রহমান, কাউন্সিলর মজিদ রহমান, সাবেক কাউন্সিলর রহিমা রহমান, হেলেন ইসলাম, মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, বাংলা কাগজের ডাইরেক্টর আলহাজ্ব আব্দুল কাদির আবুল, কমিউনিটি নেতা ফারুক মিয়া সুন্দর, মোস্তফা কামাল বাবলু, মিসবাহ কামাল, শাহ শাফি, বুলন চৌধুরী, লুৎফুর রহমান লুকু, আহমেদ ক্বাবির প্রমূখ। সংবর্ধনায় বক্তারা মুলধারার রাজনীতি করে নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি কেবিনেট মেম্বার নির্বাচিত হওয়ায় কাউন্সিলর মুজিবুর রহমান জসিমের ভূয়সী প্রশংসা করেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com