Latest News

বার্মিংহামে মুহিবুল হক আনহারের সাথে মতবিনিময়

লোকমান হোসেন কাজী: যুক্তরাজ্য সফররত আমেরিকা প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর সমিতির সহ-সভাপতি মুহিবুল হক আনহারের সাথে বার্মিংহামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুন বার্মিংহামের ‘মিঠাই ঘর’ রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থাকা তাঁর প্রবাসী বন্ধু ও জাফরাবাদ হাইস্কুলের সাবেক শিক্ষার্থী এবং কুরুয়া-গহরপুর-তাজপুর এলাকার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
কলামিষ্ট শেবুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা দিলু মিয়া। মতবিনিময় সভার শুরুতে যুক্তরাজ্য সফররত সিলেট রাইফেল ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও এক সময়ের কৃতি ফুটবলার মুহিবুল হক আনহারকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় দেশ ও প্রবাসে বাঙালী কমিউনিটির সামাজিক ও ক্রীড়াঙ্গনে তাঁর বিভিন্ন ভূমিকার ভূয়সী প্রশংসা করে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মসুদ রহমান, আলমাস খান আজাদ, আবুল হোসেন, আব্দুল গফুর, আনহার আলী, তেরা মিয়া চেয়ারম্যান, ইমরান আলী, ফিরোজ রাব্বানী, রুহেল মিয়া, রুহিন ইসলাম, আশিক মিয়া প্রমূখ। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com