Latest News

বার্মিংহামে লাউয়াই জামে মসজিদের মোতওয়াল্লিকে সংবর্ধনা

আহমেদ কাবির: যুক্তরাজ্য সফররত সিলেটের লাউয়াই জামে মসজিদের মোতওয়াল্লি আলহাজ্ব শাহার মিয়াকে সংবর্ধনা প্রদান করেছে বার্মিংহাম ও তার পার্শ্ববর্তী বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী লাউয়াই গ্রামবাসী। প্রবাসী লাউয়াইবাসী ও কমিউনিটির নানা নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১৬ জুলাই বার্মিংহামের ওয়েষ্ট ব্রমসউইচের ডার্লস্টনের স্পাইস হাট রেষ্টুরেন্টে এই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনায় বক্তারা সামাজিক ও ধর্মীয় বিষয়ে লাউয়াই জামে মসজিদের মোতওয়াল্লি আলহাজ্ব শাহার মিয়ার নানা কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। সুহেল আলমের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর খান ও পরিচালনা করেন আক্তার হোসেন শ্যামল। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি লাউয়াই জামে মসজিদের মোতওয়াল্লি আলহাজ্ব শাহার মিয়া। এসময় তিনি লাউয়াই মসজিদসহ এলাকার আর্থ সামাজিক উন্নয়নে লাউয়াই প্রবাসীদের নানা সহযোগিতার কথা উল্লেখ করে ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহ আখতার হোসেন টুটুল, শাহ মোস্তাক আহমেদ, কল্লোল আহমেদ, আলী আজম খাঁন, কামাল খান, শাহ উস্তাক, শাহ খালেদ, সেলিম খান, জিহান খান, শামিম আহমেদ প্রমূখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com