Latest News

পিকনিকের আমেজে মাদ্রিদের বাঙালি কমিউনিটি

এসবিএন ডেস্ক: স্পেনের মাদ্রিদে চলছে পিকনিক মওসুম। সামার অর্থাৎ গ্রীষ্মকালকে কেন্দ্র করে কমিউনিটির বিভিন্ন সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে পিকনিকের আয়োজন। প্রবাসের কর্মময় ব্যস্ততায় একদিনের জন্য হলেও নির্মল আনন্দ উপভোগ আর ঘুরাঘুরি করতে মাদ্রিদের বাইরে সমুদ্র, নদী কিংবা পাহাড়ঘেরা পর্যটন স্পটে পিকনিকে যাচ্ছেন তারা। গ্রীষ্মের ছুটিতে স্কুল কলেজ বন্ধ থাকায় বাঙালি শিশু কিশোররাও উপভোগ করছে পিকনিকের আনন্দ। পিকনিকের মাধ্যমে নিজেদের অঞ্চলের প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব ও আন্তরিকতা আরো বৃদ্ধি পায় বলে অভিমত প্রকাশ করেছেন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। এ গ্রীষ্মে প্রতি সপ্তাহেই রয়েছে মাদ্রিদের কোন না কোন সংগঠনের আয়োজনে পিকনিক।

খুলনা বিভাগী কল্যাণ সমিতি
স্পেনের মাদ্রিদে খুলনার প্রবসীদের সংগঠন ‘খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি’ এর উদ্যোগে পিকনিক অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুলাই মাদ্রিদ থেকে প্রায় ১০৭ কি.মি. দূরে তলেদো প্রদেশের কাজালেগাসে এ পিকনিক অনুষ্ঠিত হয়। খুলনার প্রবাসীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ বনভোজনে অংশগ্রহণ করেন।
সকাল ১১টায় মাদ্রিদের এম্বাখাদরেস থেকে বাসযোগে বনভোজন স্থল কাজালেগাসের উদ্দেশে যাত্রা শুরু হয়।  সেখানে পৌঁছে কাজালেগাসের প্রাকৃতিক সৌন্দর্য  উপভোগ করতে সবাই নিজেদের মতো ঘুরাঘুরি করেন। কাজালেগাস নদীতেও নেমে পড়েন অনেকেই।
নদীর পাশে বসে দুপুরের খাবার শেষে শুরু হয় নারী-পুরুষ, শিশু-কিশোরদের অংশগ্রহণে খেলাধূলা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম ও সাধারণ সম্পাদক টিটন বিশ্বাসের তত্ত্বাবধানে এবং কামরুল হাসানের পরিচালনায় বনভোজনের অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারী, মোজাম্মেল হোসেন মনু, বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মোমিনুল ইসলাম স্বাধীন, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সভাপতি হেমায়েত খান, ব্যবসায়ী ইসমাইল হোসাইন, আবু সিদ্দিক নয়ন প্রমূখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম রফিক, সহ সভাপতি মো. রতন, হুমায়ুন কবির, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী শুভ, সহ সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান, বাপ্পী রহমান, তরিকুল ইসলাম, শামীম রেজা, সেলিম সরকার, মো. সবুজ, নূর হোসেন প্রমূখ। খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম বনভোজনে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাদ্রিদে বসবাসরত খুলনার প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনের উদ্দেশে এই আয়োজন।

গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন

স্পেনের মাদ্রিদে বসবাসরত ফরিদপুরবাসীদের সংগঠন ‘গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন ইন স্পেন’ এর উদ্যোগে ভ্যালেন্সিয়া সমুদ্র সৈকতে পিকনিক অনুষ্ঠিত হয়েছে।  গত ২৩ জুলাই সকাল ৬টায় মাদ্রিদ থেকে ভ্যালেন্সিয়ার উদ্দেশে যাত্রা শুরু হয়। পথিমধ্যে পরিচয় পর্ব শেষ করার পর গান, কবিতা, কৌতুক আর গল্পে মেতে ওঠেন পিকনিকে অংশগ্রহণকারীরা। প্রায় ৪ ঘণ্টা পর গন্তব্যস্থলে পৌঁছান। সেখানে শিশু-কিশোর ও নারী-পুরুষের অংশগ্রহণে বিভিন্ন খেলাধূলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এ পিকনিকে ছিল বক্তব্য পর্ব, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালে পিঠাপুলি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র। 
গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি মো. এমদাদ হাওলাদার এর সার্বিক তত্ত্বাবধানে এবং সাধারন সম্পাদক জসিম উদ্দিন ও সিনিয়র সহ সভাপতি আইয়ূব আলী সোহাগ এর যৌথ সঞ্চালনায় পিকনিকের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মো. দুলাল সাফা, আব্দুল কাদের ঢালী, একরামুজ্জামান কিরণ, বৃহত্তর রংপুর অ্যাসোসিয়েশনের সমন্বয়ক জাকিরুল ইসলাম জাকি, এফএম ফারুক পাভেল, আবু জাফর রাসেল, জেন্স শিপার, শামীম আহমদ, সেলিম উদ্দিন, রবিউল ইসলাম, শের আলী, আরিফ সোহেল, সুলতান, পলাশ, শহিদুল, জনি, হান্নান করিম খান, লোকমান, অসীম প্রমূখ। পিকনিকে অংশগগ্রহণ করায় কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানান গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের সভাপতি মো. এমদাদ হাওলাদার।

বৃহত্তর ঢাকার নারায়নগঞ্জ জেলা কমিটি 
মাদ্রিদে বৃহত্তর ঢাকার নারানগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গত ২৪ জুলাই দৃষ্টিনন্দন দু‘টি পিকনিক স্পট লা পানেরা সেগোভিয়া এবং অর্ক দে সেগোভিয়ায় পিকনিক অনুষ্ঠিত হয়। মাদ্রিদের বাঙালী অধ্যুষিত এলাকা লাভাপিয়েস সংলগ্ন এম্ব্যাখাদোরেস থেকে ২টি বাস এবং ১০টি কারযোগে এ পিকনিকে যাওয়া হয়।
চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ পিকনিক। পার্কের খোলা মাঠে খেলাধূলাসহ নানা আনন্দ উপভোগ করেন মাদ্রিদে বসবাসরত নারায়নগঞ্জ জেলার প্রবাসীরা।
নারায়নগঞ্জ জেলা কমিটি স্পেনের সাবেক সভাপতি এমএইচ সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে এবং এসএম আসলাম ও তরিক হাসানের পরিচালনায় পিকনিকের প্রারম্ভিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীন কমিউনিটি নেতা আবু বক্কর সিদ্দিক মামুন ও বিশেষ অতিথি ছিলেন হোসাইন মুকুল।
পিকনিকে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন এসএম আসলাম ও তরিক হাসান। পিকনিকের বিভিন্ন ইভেন্ট চলাকালনী সময় উপস্থিত হোন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক,  সিনিয়র সহ সভাপতি আল আমীন মিয়া, সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, যুগ্ম সম্পাদক মুর্শেদ আলম তাহের, শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম সম্পাদক মারুফ বিল্লাহ। পিকনিকে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নূর হোসেন পাটোয়ারী, মোজাম্মেল হক মনু, ফরিদপুর কল্যাণ সমিতির সভাপতি হেমায়েত খান, খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, ঢাকা জেলা সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মোমিনুল ইসলাম স্বাধীন, আব্দুল কাইয়ুম মাসুক, ইসমাইল হোসেন প্রমূখ। পিকনিকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন  নারানগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি এমএইচ সোহেল ভূঁইয়া, সাবেক সিনিয়র সহ সভাপতি হোসাইন মুকুল, সানোয়ার হোসেন ছানু, গোলজার টিটু, আজহার খান, মো. শিভলু, মো. সুমন, মো. আমীর হোসেন, মো. আবুল, সাজিদ মাওলা, শরীফ হাসান, আরিফ রহমান, নাদির জুনায়েদ, মো. আফজাল, মো. মূসা, মো. জাহাঙ্গীর, মো. আতিক, খসরু চৌধুরী, আল আমিন, মো. কালাম, মো. রুবেল, স¤্রাট রহমান ও মেহেদী হাসান। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com