Latest News

মাদ্রিদে ইজি মানি ট্রান্সফার ও ডিজিকম কার্গো সার্ভিসের মধ্যে চুক্তি সই

এসবিএন ডেস্ক: মাদ্রিদে বাংলাদেশি প্রতিষ্ঠান ইজি মানি ট্রান্সফার ও ডিজিকম কার্গো সার্ভিসের মধ্যে কার্গো সার্ভিস সংক্রান্ত চুক্তি সই হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় মেহমানখানা রেস্তোরাঁয় এ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ চুক্তি সই সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে মাদ্রিদে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মালপত্র ডিজিকম কার্গোর মাধ্যমে বাংলাদেশে প্রেরণ কিংবা বাংলাদেশ থেকে আনতে পারবেন।
ইজি মানি ট্রান্সফার এর পরিচালক খায়রুজ্জামান জামান এর সভাপতিত্বে ও পরিচালক নাজমুল ইসলাম নাজুর পরিচালনায় এ সময় অতিথি ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আ স ম মাসুম, ডিজিকম কার্গো সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আহমেদ লাকি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রাক্তন সভাপতি আল মামুন, বর্তমান সহ সভাপতি জহিরুল ইসলাম নয়ন, প্রাক্তন সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, সাংবাদিক একেএম জহিরুল ইসলাম, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদ, আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক বদরুল আলম মাস্টার, সদস্য তামিম চৌধুরী, বিএনপি নেতা হুমায়ূন কবির রিগ্যান, জকিগঞ্জ সমিতির সভাপতি সাদ উদ্দিন প্রমূখ। চুক্তি সই শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আজমল হোসাইন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com