Latest News

স্পেন বিএনপি‘র উদ্যোগে ৭ নভেম্বর পালিত

এসবিএন ডেস্ক: ৭ নভেম্বর তারিখটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করেছে বিএনপি স্পেন শাখা। দিবসটি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ৬ নভেম্বর, বুধবার  স্থানীয় সময় রাতে মাদ্রিদের মেহমান খানা রেস্তোরাঁয় আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপি স্পেন শাখার সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এইচ সোহেল ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। এসময়  বিএনপি স্পেন শাখার নেতৃবৃন্দ বলেন, জিয়াউর রহমানকে ভালোবেসে বাংলাদেশের আপামর জনতা ও অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক ঐদিন যেভাবে তাকে মুক্ত করেছিল, ঠিক একইভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াও মুক্ত হয়ে আসবেন।

সভাপতির বক্তব্যে বিএনপি স্পেন শাখার সভাপতি খোরশেদ আলম মজুমদার বলেন, বাংলাদেশ এখন ভয়াবহ দু:শাসনের জালে আবদ্ধ হয়ে আছে। দেশের মানুষকে নিয়ে বিএনপিকেই সেই দু:শাসনের বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে হবে। সেজন্য দেশে বিদেশে ছড়িয়ে থাকা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অন্দোলন সংগ্রাম করতে হবে।
আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বিএনপি স্পেন শাখার সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন মনু, উপদেষ্টা জামাল উদ্দিন মনির, মাহবুবুর রহমান ঝন্টু, সহ সভাপতি মোরশেদ আলম তাহের, সোহেল আহমদ সামছু, সৈয়দ মাসুদুর রহমান নাছিম, আনোয়ারুল আলম আজিম, যুবদল স্পেন শাখার সভাপতি রমিজ উদ্দিন, বিএনপি স্পেন শাখার সহ সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, হুমায়ুন কবির রিগ্যান, আকবর শেঠ, কাজী জসিম, জয়নাল আবেদীন রানা, শাহাব উদ্দিন, ছমির আলী, জুলহাস মিয়া, আক্তার হোসেন প্রমূখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com