Latest News

স্পেনে পিয়াজের কেজি পাইকারি ২৮, খুচরা ৪৭ টাকা


এসবিএন ডেস্ক: ‘ভাই, পিয়াজের দাম কত? কম করে বলেন, দেশে কার্গো করে দিমু।’ স্পেনের রাজধানী শহর মাদ্রিদের বাঙালি অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের একটি গ্রোসারি দোকানে ক্রেতা রসিকতা করে এমনটি বললেও বাংলাদেশের পিয়াজের মূল্য যেভাবে বেড়েছে; এমন কথা প্রায় প্রতিটি বাঙালি গ্রোসারি দোকানে আলোচিত হচ্ছে। বাংলাদেশে যখন পিয়াজ ২০০ টাকার উপরে কেজি দরে বিক্রি হচ্ছে; সেখানে স্পেনে পাইকারি ২৮ টাকা ও খুচরা ৪৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাদ্রিদে বাঙালি মালিকানাধীন গ্রোসারি দোকান ‘সুমন আলিমেন্তাসিয়ন’ এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ সুমন জানান, আমরা ১০ কিলো পিয়াজের বস্তা পাইকারি ৩ ইউরো দিয়ে কিনে আনি, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৮০ টাকা হয়। এ হিসেবে কেজি পড়ছে ২৮ টাকা।আমরা পাইকারি মার্কেট থেকে কিনে এনে খুচরা ৫০ পয়সা কেজি ধরে বিক্রি করছি; যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৭ টাকা।  আবার পাইকারি মার্কেট থেকে ২৫ কিলোর এক বস্তা পিয়াজ কিনলে আরো কম মূল্যে পাওয়া যায়। ২৫ কিলোর পিয়াজের  পাইকারি মূল্য হচ্ছে ৬ ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫৬০ টাকা। এ হিসেবে পাইকারি প্রায় ২২ টাকা ৪০ পয়সা কেজি দরে পিয়াজ কেনা যায়।  ঐ দোকানে বাজার করতে আসা একজন ক্রেতা বললেন, এ মাসে দেশে যে টাকা পাঠিয়েছি পরিবারের খরচের জন্য, সেটা দিয়ে পুষাবে না। পিয়াজের মূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে নিশ্চিত - পরিবারের মাসিক বাজেট ফেল!

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com