Latest News

মাদ্রিদে বিএনপি‘র বিক্ষোভ সমাবেশ

এসবিএন ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেনে আগমন উপলক্ষে বিএনপি স্পেন শাখার উদ্যোগে মাদ্রিদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২ ডিসেম্বর মাদ্রিদের জিরো পয়েন্টখ্যাত ‘সল’ এ অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিএনপি‘র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকাল ৪টায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন স্পেন বিএনপি’র সভাপতি খোরশেদ আলম মজুমদার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল ভূঁইয়া ও মুর্শেদ আলম তাহেরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুহিদুর রহমান। তিনি দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবির পাশাপাশি শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। তিনি রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে সুন্দরবন ধ্বংসের নামান্তর উল্লেখ করেন এবং বিশ্ব জলবায়ু সম্মেনে শেখ হাসিনার প্রদত্ত বক্তব্যকে প্রতারণামূলক বলে দাবি করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র সহ আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।  তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুন: প্রতিষ্ঠার জন্য অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম.এ. মালেক জলবায়ু সম্মেলনে শেখ হাসিনাকে ‘মিড নাইট’ প্রধানমন্ত্রী উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন।
সুইডেন বিএনপি‘র প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু জাতীয়তাবাদে বিশ্বাসে ইউরোপের সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে প্রতিরোধ করার আহ্বান জানান। তিনি বলেন, যেখানেই শেখ হাসিনা যাবেন, সেখানাইে প্রতিরোধ হবে।
বিক্ষোভ সমাবেশে বিএনপি স্পেন শাখার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন মোজাম্মেল হোসেন মনু, নূর হোসেন পাটোয়ারি, আব্দুল কাইয়ূম পঙ্কী, মাহবুবুর রহমান ঝন্টু, আবুল খায়ের, মাসুদুর রহমান নাছিম, মিল্টন ভূঁইয়া কচি, সোহেল আহমেদ শামসু, আনোয়ারুল আজিম, নাজমুল ইসলাম নাজু, আবু জাফর রাসেল, হেমায়েত খান, রমিজ উদ্দিন সরকার, কাজী জসিম, শাওন আহমেদ, আব্দুল
মোতালেব বাবুল, আকবর শেট, বেলাল আহমেদ শাকিল, জাকিরুল ইসলাম জাকি, হুমায়ুন কবির রিগান,
জয়নাল আবেদীন রানা, শানুর মিয়া শাদ, সিপার আহমেদ, আসাদ মিয়া, আমির হোসেন, আজিম উদ্দিন, শিপলু মিয়া, এনাম উদ্দিন প্রমূখ। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন শামীমা আক্তার রুবি, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, যুক্তরাজ্য বিএনপি’র প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া, ইতালি বিএনপি‘র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত বক্তব্য দেন ইতালি বিএনপি’র সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালী নাসিরুদ্দিন, হুমায়ুন কবির, কামরুজ্জামান রতন, মামুন আব্দুল্লাহ, খন্দকার ঢালী নাসিরুদ্দিন, ফিনল্যান্ড বিএনপি’র সভাপতি কামরুজ্জামান জনী, বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু। অষ্ট্রিয়া বিএনপির পক্ষ থেকে বক্তব্য  দেন  নেয়ামুল বশির। এছাড়াও বক্তব্য দেন গ্রীস বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক  রাসেল তালুকদার, জার্মান বিএনপি’র পক্ষ থেকে বক্তব্য রাখেন বার্লিন বিএনপি’র সভাপতি জসিম উদ্দীন, সুইজারল্যান্ড বিএনপি’র পক্ষ থেকে ইসমাইল হোসেন কাউসার প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বিএনপি’র নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি সংবলিত বিভিন্ন ব্যানার, পোস্টার নিয়ে আসেন। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com