Latest News

বার্সেলোনায় বাংলাদেশি ব্যবসায়ীদের মতবিনিময় সভা

এসবিএন ডেস্ক: স্পেনের বার্সেলোনায় বাংলাদেশি গ্রোসারি (আলিমেন্তাসিয়ন) ব্যবসায়ীদের নানা সমস্যা ও সেগুলো সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জানুয়ারি স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত মতবিনিময় সভায় গ্রোসারি দোকানের বাংলাদেশি ব্যবসায়ীরা সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিও গঠন করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী নজরুল ইসলাম। নিজেদের ব্যবসায়িক সমস্যা ও সমাধানকল্পে আলোচনায় অংশগ্রহণ করেন জয়নাল আহমদ, জাকির হোসেন, জসিম উদ্দিন, নিজাম উদ্দিন, রায়হান আহমদ, মো. ফারুক বয়াতী, দেলোয়ার হোসেন, শাহীন আহমদ, মোক্তাদির হোসেন মুক্তি, শিপলু আহমদ নিয়াজী, নজরুল ইসলাম, কবির আহমদ, আলী হোসেন, নজরুল ইসলাম (২), মিনহার মাহমুদ, বিলাল হোসেন, মো. খোকন উদ্দিন, লোকমান হোসেন, ইমরান হোসেন, সাব্বির আহমেদ, মো. করিম উদ্দিন, মো. গিয়াস উদ্দিন, আফাজ জনি প্রমুখ।
এসময় আলোচনায় ব্যবসায়ীরা বলেন, বার্সেলোনায় ক্রমবর্ধমান বাংলাদেশি মালিকানাধীন আলিমেন্তাসিয়ন ব্যবসায়ীরা নিয়মিত চোরের উপদ্রবসহ নানা প্রতিকূল পরিবেশের মধ্যে পড়ছেন। এসব সমস্যা সমাধানে নিজেদের মধ্যে যেমন ঐক্যবদ্ধতা প্রয়োজন, তেমনি স্থানীয় প্রশাসনের সাথেও যোগাযোগ রাখতে হবে নিয়মিত।
আলোচনা শেষে সর্বসম্মতিতে নজরুল ইসলামকে আহবায়ক এবং শিপলু আহমদ নিয়াজী, জয়নাল আহমদ, জসিম উদ্দিন, মো. খোকন উদ্দিন, মো. ফারুক বয়াতী, মো. করিম উদ্দিন, কবির আহমদ, রায়হান আহমদ, জাকির হোসেন এবং শাহীন আহমদকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট বার্সেলোনায় বাংলাদেশি আলিমেন্তাসিয়ন ব্যবসাীয়দের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সম্ভাব্য নাম হিসেবে ‘আলিমেন্তাসিয়ন মালিক সমিতি, বার্সেলোনা’ রাখা হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com