Latest News

স্পেনের কানারিয়ায় ‘করোনাভাইরাস’ এর প্রথম রোগী

লা গামেরার এ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে।
সাহাদুল সুহেদ:  স্পেনে ‘করোনাভাইরাস’-এ আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়েছে। গতকাল (৩১ জানুয়ারি) আটলান্টিক সাগরের তীরবর্তী স্পেনের কানারিয়া দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত লা গমেরা দ্বীপে একজন জার্মান পর্যটকের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়  নিশ্চিত করেছে। রোগীকে স্থানীয় হাসপাতাল নুয়েস্ত্রা সিনিয়োরা দে গুয়াদালুপেতে ভর্তি করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খবর নিশ্চিত করলেও স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে আতঙ্ক হওয়ার কিছু নেই। এদিকে গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) স্পেনের ২১ জন নাগরিককে চীনের উহান থেকে স্পেনে ফিরিয়ে আনা হয়েছে। তাদের বহনকারী বিমান স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মাদ্রিদের টররেজন দে আরদেজ বিমানবন্দরে পৌঁছে। তাদেরকে সাময়িক সময়ের জন্য মাদ্রিদের গমেজ উলা মিলিটারি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রসঙ্গত, চীনে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৮তে। চীনের বাইরে ২২টি দেশে ১০০টি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com