Latest News

মাদ্রিদে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

এসবিএন ডেস্ক: স্পেনের মাদ্রিদে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় একটি রেস্তোরাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের সভাপতি আল আমীন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলন ও বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের ক্রীড়া সম্পাদক সাঈদ আনোয়ার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক।
আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মাদ্রিদে বাঙালি নব প্রজন্মকে মাতৃভাষা চর্চ্চার ক্ষেত্র সৃষ্টির জন্য বাংলা স্কুলের গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ
অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভুঁইয়া, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাসুদুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি মো. লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকি। বক্তব্য দেন নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক ক্রীড়া সম্পাদক আব বকর সিদ্দিক তামিম। এছাড়াও নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন বাদল হোসেন, এস বি রবিন, ইয়াসিন  সিকদার, তোফাজ্জল হোসেন, দেলোয়ার হোসেন, জহিরুল ইসলাম, বেলাল আহমদ প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আল মাহমুদ।
আলোচনা সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ আকতার হোসেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com