সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স্পেন শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গত ১৯ অক্টোবর যুবদলের যে নতুন কমিটি গঠনের খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, সে কমিটি যুবদলের গঠনতন্ত্রের পরিপন্থি। যুবদল স্পেন শাখার সভাপতি রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও সাংগঠনিক সম্পাদক ফকরুল হাসানের নামে প্রদত্ত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, নতুন ঘোষিত কমিটি তাদের অগোচরে গঠন করা হয়েছে। স্পেনে বাংলা গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদলের ঐ কমিটিকে তারা অবাঞ্চিতও ঘোষণা করেন।