Latest News

স্পেনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ

এসবিএন ডেস্ক:  স্পেনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক মো. সারওয়ার মাহমুদকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। গত ২২ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারওয়ার মাহমুদ বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭তম ব্যাচের একজন পেশাদার ফরেন সার্ভিস কর্মকর্তা। ইতিমধ্যে তিনি ব্রাসেলস, সিঙ্গাপুর, নিউইয়র্ক ও হংকংয়ে বিভিন্ন পদে দায়িত্বও পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়েও তিনি একাধিক অনুবিভাগে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। 

মো. সারওয়ার মাহমুদ সদ্য বিদায়ী রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের স্থলাভিষিক্ত হবেন।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com