এসবিএন ডেস্কঃ স্পেনের বার্সেলোনার সান্তা কলোমায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ২৮ মার্চ স্থানীয় কানজাম পার্কে আয়োজিত এ পিঠা উৎসবে ছিলো আবহমান বাংলার নানা স্বাদের পিঠার সমাহার। এ উৎসবে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নারী পুরুষ, শিশু-কিশোর উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবের প্রথম পর্বে অর্ধশতাধিক বিভিন্ন স্বাদের দেশীয় ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করা হয়। সমাগত সবাই পিঠার স্বাদ গ্রহণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো শিশু কিশোরদের বয়সভিত্তিক চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা স্কুল বার্সেলোনার উপদেষ্টা এম নজরুল ইসলাম, বাংলা স্কুল বার্সেলোনার সভাপতি আওয়াল ইসলাম, কাতালোনীয়া আওয়ামী লীগ নেতা শিমুল চৌধুরী, শফিকুর রহমান, বাবলা চৌধুরী, মুহিবুল হাসান কয়েস, সুহেল গাজী, বেলাল উদ্দিন প্রমূখ। পিঠা উৎসবের আয়োজনে ছিলেন সান্তা কলোমার বাংলাদেশি কমিউনিটি নেতা নাজমুল আলম শফিক, শফিকুল ইসলাম স্বপন, মো. মোশাররফ হোসেন বেপারী, মোকলেসুর রহমান নাসিম, মো. নিরু, মো. মোশাররফ হোসেন ও কাজী আমির হোসেন আমু। আয়োজকরা উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাসেও লালন করার প্রত্যয়ে বাঙালিয়ানা পিঠা উৎসবের মতো এমন আয়োজন সান্তা কলোমায় নিয়মিত করা হবে।