Latest News

স্পেন প্রবাসী সাংবাদিক কবির আল মাহমুদের পিতার ইন্তেকাল

এসবিএন ডেস্কঃ স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য ও বাংলা টিভি’র মাদ্রিদ প্রতিনিধি কবির আল মাহমুদের পিতা মো. আলমাস আলী শনিবার (২৯ মে) সিলেটের বিয়ানীবাজারে দুপুর ১২টা ৩০মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৬ বছর। মো. আলমাস আলী ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক কবির আল মাহমুদের  পিতার মৃত্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ সভাপতি আলআমিন মিয়া ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর,  স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সাধারণ সম্পাদক আফাজ জনি ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, স্পেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এর সভাপতি এইচএম রাসেল হাওলাদার ও সাধারণ সম্পাদক মিরণ নাজমুল, ভালিয়েন্তে বাংলা’র সভাপতি মো. ফজলে এলাহী ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন পৃথক পৃথক  বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com