এসবিএন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্পেনের বার্সেলোনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে স্থানীয় শাহ জালাল জামে মসজিদে যুবদল কাতালোনিয়া শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লীরা অংশগ্রহণ করেন।
যুবদল কাতালোনিয়া শাখার সভাপতি ফায়সাল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফতাকার হোসেন কাশেম এর পরিচালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় নেতারা ৩০ মে দিনটিকে বিএনপি নেতাকর্মীদের জন্য অত্যন্ত শোকাবহ একটি দিন বলে উল্লেখ করেন। মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপি’র সভাপতি শফিউল আলম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রাহমান তুতি, প্রচার সম্পাদক লায়েবুর রাহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন রাশিদ, কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্কাস মিয়া, যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন বাসিত, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উপদেষ্টা খালেদুর রাহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাজু হোসেন, কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মেহেদি হাসান, কাতালোনিয়া যুব দলের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইমারান হাসান, কাতালোনিয়া বিএনপি নেতা মাসুদ রানা, কাতালোনিয়া যুবদলের সহ সভাপতি একেএম শাহাব উদ্দীন সুমন, এমএ আজাদ প্রমূখ। মিলাদ মাহফিল শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের খতিব মাওলানা ইসমাঈল হোসেন।