Latest News

সাবেক ছাত্রদল অর্গেনাইজেশন ইউরোপ এর আংশিক কমিটি গঠন

এসবিএন ডেস্ক: ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের সংগঠন ‘সাবেক ছাত্রদল অর্গেনাইজেশন ইউরোপ’ এর আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি পদে আবু জাফর রাসেল (স্পেন) ও সাধারণ সম্পাদক পদে ছায়েফ আহমেদ সুইট (পর্তুগাল) নির্বাচিত হয়েছেন। ৩০ জুলাই ‘সাবেক ছাত্রদল অর্গেনাইজেশন ইউরোপ’ এর আহ্বায়ক এপোলো মির্জা ও সদস্য সচিব নাইমা চৌধুরী ৪৭ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটি ঘোষণা করেন। তারা নব নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদককে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেন।

‘সাবেক ছাত্রদল অর্গেনাইজেশন ইউরোপ’ এর নতুন কমিটির উল্লেখযোগ্য পদে আরো রয়েছেন- সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান খোকন (ইতালি), সহ সভাপতি জাহাঙ্গীর আলম ইব্রাহিম (স্পেন), সোলাইমান বেগ (ইতালি), ফাতেমা চৌধুরী নাইমা (জার্মান), আতিক আহমেদ (ফ্রান্স), শেখ খালেদ আহমেদ মিনহাজ (পর্তুগাল), স্বপ্না চৌধুরী (হল্যান্ড), সাংগঠনিক সম্পাদক পলাশ আহমেদ (ইউক্রেন), প্রচার সম্পাদক মো. দিলোয়ার আহমেদ রাফি (পর্তুগাল), দপ্তর সম্পাদক রুবেল চৌধুরী (ফ্রান্স), আন্তর্জাতিক সম্পাদক মতিউর রহমান (আয়ারল্যান্ড), কোষাধ্যক্ষ নাঈম শেখ (পর্তুগাল), ক্রীড়া সম্পাদক একরাম মন্ডল (পর্তুগাল)। সংগঠনের নতুন দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক শীঘ্রই ইউরোপে অবস্থানরত ছাত্রদলের সাবেক ত্যাগী ও দক্ষ নেতৃবৃন্দকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com