Latest News

বার্সেলোনায় বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্টের বনভোজন

এসবিএন ডেস্ক:  স্পেনের বার্সেলোনায় বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্ট এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।  গত ১৪ আগস্ট, সোমবার স্থানীয় মঞ্জুইক পার্কে অনুষ্ঠিত এ বনভোজনে বার্সেলোনায় বসবাসরত  বিয়ানীবাজার পৌরসভার প্রবাসীরা এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বার্ষিক এ বনভোজন অনুষ্ঠানে  নারী-পুরুষ, শিশু-কিশোরদের বিভিন্ন ধরণের খেলাধূলা, র‍্যাফেল ড্র ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। 
বনভোজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, রফিক উদ্দিন, সাইদুর রহমান, আয়নুল, জাবির হোসেন জামিল, মুরাদ আহমেদ, আব্দুল জব্বার খচরু প্রমূখ।
এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল বাসিত কয়সর, শিপলু আহমেদ নিয়াজী, আফতাব নজরুল ইসলাম, তুতিউর রহমান, সেলিম আহমদ লালন প্রমূখ। 
বনভোজনের আয়োজন প্রসঙ্গে বিয়ানিবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাষ্টের সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জানান, গ্রীষ্মের ছুটিকালীনসময়ে পরিবার পরিজন নিয়ে জমায়েত হওয়া আর নিজেদের মধ্যকার হৃদ্যতার বন্ধন জোরালো রাখার প্রত্যাশায় এ বনভোজনের আয়োজন করা হয়েছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com