Latest News

বার্সেলোনায় ফুলতলী মসজিদে ইসলামী শিক্ষা কোর্সের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এসবিএন ডেস্ক: স্পেনের বার্সেলোনায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত বার্সেলোনা লতিফিয়া ফুলতলী জামে মসজিদে ইসলমী কোর্স শেষে শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট দারুল কেরাত সংগঠন আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী শিশু-কিশোর ও তাদের অভিভাবক, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দারুল কেরাত সংগঠনের সভাপতি খোকন উদ্দিনের সভাপতিত্বে ও সদরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মহি উদ্দিন অভি,  তাহফিজুল ইসলাম ও আরাফাত হোসেন রাফি ।  নাতে রাসুল  (সা:) পরিবেশন করেন লতিফিয়া শিল্পী গোষ্ঠীর সদস্যরা । সভায়  শুভেচ্ছা বক্তব্য দেন মসজিদের খতিব মুফতি মাওলানা ক্বারী আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, শুকুর আহমদ সেলিম, মাওলানা আব্দুশ শহীদ, আকরাম আলী, কারি মাওলানা নুরল ইসলাম ও  মসজিদের ইমাম হাফিজ আমির হোসেন । 
অনুষ্ঠানে অতিথি ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন,  বিজনেস অ্যাসোসিয়েশন এন কাতালোনিয়ার সভাপতি শিপলু আহমদ নিয়াজী, সহ সভাপতি নজরুল ইসলাম আবির, বাংলাদেশ অ্যাসোসিয়ন এন বার্সেলোনা এর সাধারণ সম্পাদক সাব্বির আহমদ দুলাল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ওসমানীনগর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, আব্দুস সোবহান, সোহেল আহমেদ, সাইদুল ইসলাম, নাজিম উদ্দিন, শামীম আহমদ, খালেদ আহমদ, জালাল আহমদ, ইমরুল ইসলাম খান পলাশ প্রমূখ।
প্রায় দুই মাস ইসলামী শিক্ষা প্রদান শেষে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। 
আয়োজকরা জানান, বার্সেলোনায় বেড়ে উঠা বাঙালী মুসলিম শিশু কিশোরদের ইসলাম ধর্ম সম্পর্কে সম্যক ধারনা ও ইসলামী শিক্ষা দানের জন্য প্রতিবছর গ্রীস্মকালীন ছুটিতে এ বিশেষ  ইসলামিক শিক্ষা কোর্স পরিচালনা করা হয়।  
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । শেষে সবাইকে তবারক পরিবেশন করা হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com