Latest News

বার্সেলোনায় কিংস ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠান

এসবিএন ডেস্ক: স্পেনের বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়দের সংগঠন 'বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব' এর নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 
শনিবার (২৬ আগস্ট) স্থানীয় রাভাল সংলগ্ন মাঠ পিস্তা নেগরায় অনুষ্ঠিত এ আয়োজনে বার্সেলোনা সিটি কর্পোরেশন কর্মকর্তা, স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ, ক্রিকেট ক্লাবের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাবের সভাপতি আশরাফ হোসেন মামুনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিনের সার্বিক সহযোগিতায় ও আফাজ জনির পরিচালনায় এ অনুষ্ঠানে আগত অতিথিরা ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের মাঝে নতুন জার্সি বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্সেলোনা সিটি কর্পোরেশন কর্মকর্তা অরিওল কাসাবেইয়া, তাহির রাফি সাহিব, কাতালোনিয়া ক্রিকেট ফেডারেশনের সাবেক সভাপতি অমর সাঈদ, সাংবাদিক নুরুল ওয়াহিদ ও সালাহ উদ্দিন। 
এছাড়াও উপস্থিত ছিলেন জার্সি স্পন্সর প্রতিষ্ঠান লিবাসুত তাকওয়া’র সত্ত্বাধিকারী রুহুল আমিন, আব্দুল বাসিত কয়সর, নজরুল ইসলাম চৌধুরী, শফিউল আলম শফি, শিপলু আহমেদ নিয়াজী, মোহামেদ কামরুল, শফিক খান, আব্দুল মুক্তাদির মুক্তি, ফয়সাল আহমেদ, জাফার হোসেন, মারুফ আলী, ক্লাবের সহ সভাপতি নোমান সুমন, ক্লাবের অধিনায়ক মোহন রহমান প্রমূখ।
অতিথিরা সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে ক্লাবগুলোকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং পড়াশোনার পাশাপাশি নিজেদের সন্তানদের খেলাধূলায় উৎসাহিত করার জন্য অভিভাবকদের অনুরোধ জানান।
অনুষ্ঠানে বার্সেলোনা সিটি কর্পোরেশন কর্মকর্তা অরিওল কাসাবেইয়া ও তাহির রাফি সাহিবকে ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি আগত অতিথিদের সম্মাননা মেডেল দেয়া হয়। 
ক্রিকেট ক্লাবের কর্মকর্তারা জার্সি স্পন্সর করার জন্য লিবাসুত তাকওয়া ও কাসা বাংলাকে ধন্যবাদ জানান।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com