Latest News

মাদ্রিদে শাহজালাল মসজিদে দারুল ক্বিরাত এর পুরুস্কার বিতরন অনুষ্ঠান

সিদ্দিকুর রাহমান, মাদ্রিদ:  স্পেনের মাদ্রিদে শাহজালাল লতিফিয়া বাংলাদেশ জামে মসজিদ পরিচালিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর আরবী শিক্ষা কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আবুল কাশেম ও অনুষ্ঠানটি পরিচালনা করেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আজমল হোসেন ও  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আবু তাহের মিসবাহ।
অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব দুলাল সাফা, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ স্পেন এর সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, জকিগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আহমেদ আসাদুর রাহমান সাদ, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক উনু মিয়া, মাহবুব তাপাদার মুসলিম, যুবলীগ নেতা ইফতেখার আলম, সোলেমান আহমদ, সাংবাদিক একেএম জহিরুল ইসলাম, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য সিদ্দিকুর রাহমান প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফিজ সাইদুল ইসলাম ও মাওলানা আব্দুল হামিদ।
এ ছাডাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল লতিফিয়া বাংলাদেশ জামে মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান, ক্বারী আব্দুর রউফ, ক্বারী আব্দুল কুদ্দুস, রাজু আহমদ, বেলায়েত হোসেন, সাজ্জাদ হোসেন, জসিম উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠানে জমাতে ছুরা (ক – খ) থেকে জমাতে আওয়াল পর্যন্ত প্রতিটি শ্রেণিতে প্রথম তিন স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়। মোট ৩ টি শ্রেণিতে ৫০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
প্রতি বছরের মতো এবারও প্রতিটি শ্রেণিতে কিরাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের এবং সকল শিক্ষার্থীদের সাধারণ পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়। এবারের আয়োজনে ৪ জন ক্বারি শিক্ষকের তত্ত্বাবধানে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।
সভাপতির বক্তব্যে হাফিজ আবুল কাশেম উনি শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং  উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com