এসবিএন ডেস্ক: স্পেনের বার্সেলোনায় কেন্দ্রীয় জামে মসজিদে গ্রীষ্মকালীন সময়ে বিশুদ্ধ কোরআন শিক্ষা কোর্সের ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩ সেপ্টেম্বর, রবিবার মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যস্থ মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি শায়েখ মুসলেহ উদ্দীন ফারাদী।
বার্সেলোনায় কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত ক্বারী মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা ইলিয়াছ আহমেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষা কোর্সে অংশগ্রহণকারী ছাত্র- ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা নুরুল ওয়াহিদ, বার্সেলোনা মুসলিম মিউনিটির সভাপতি শহিদ আহমেদ,
মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম খলিল, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বেলাল আহমদ ফারুক, আব্দুল মুকিত খান, ওয়াহিদুর রহমান শিপলু, আব্দুল হাকিম, কাওসার হাসান, সামছুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন।
আলোচনায় বক্তারা স্পেনে ভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা বাংলাদেশি মুসলিম নব প্রজন্মকে ইসলামী শিক্ষায় শিক্ষিতকরণের গুরুত্ব আরোপ করে কেন্দ্রীয় জামে মসজিদ এর ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত দুই শতাধিক শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন, যুক্তরাজ্য এর সভাপতি শায়েখ মুসলেহ উদ্দীন ফারাদী।