Latest News

মাদ্রিদের সানক্রিস্টোবালে বাংলাদেশিদের পরিচালনায় মাদ্রাসা শিক্ষার উদ্বোধন

সিদ্দিকুর রাহমান, মাদ্রিদ : স্পেনের মাদ্রিদে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত 'আল আমান ইসলামিক একাডেমি' নামে মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত ৬ সেপ্টম্বর দুপুর দুইটায় মাদ্রিদের সান ক্রিস্টোবাল এলাকায় আল আমান মসজিদ সংলগ্ন স্থানে এ মাদ্রাসা কার্যক্রমের উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। 
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক আমিনুর রশিদ রাজু'র পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মিসবাহ উদ্দিন।

অতিথি হিসেবে বক্তব্য দেন দূতাবাসের দূতালয় প্রধান আব্দুর রউফ মন্ডল, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, এস আর আই এস রবিন, সাবেক সিনিয়র সহ সভাপতি ও বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সাধারণ সম্পাদক আল আমিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর , বায়তুল মোকাররম মসজিদের ইমাম ও খতিব শায়েখ হাসান বিন মোহাম্মদ উল্লাহ, গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, সাধারন সম্পাদক রমিজ উদ্দিন, গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মুজাক্কির, স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূইয়া কচি, নারায়ণগঞ্জ জেলা এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ প্রমূখ। 
বক্তারা আল আমান ইসলামিক একাডেমির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ আল বাংলাদেশিদের দ্বারা আমান ইসলামিক একাডেমি হওয়ায় আনন্দ প্রকাশ করে আরো বলেন, বাংলাদেশ সরকার ও দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় বই, খাতা, কলম  দিয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্পেন আল ইসলাহ এর সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, মাওলানা মুজিবুর রহমান, ক্বারী আব্দুর রউফ , কমিউনিটি নেতা বেলাল আহমেদ, বাবুল আহমেদ, ইউসুফ আলী, রফিক আহমদ , শায়েক আহমেদ, কাউছার আহমেদ, অলী আহমেদসহ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সর্বস্থরের নেতৃবৃন্দ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com