Latest News

মাদ্রিদে 'বন্ধু মহল' এর দশ বছর পূর্তিতে নৈশভোজ

সিদ্দিকুর রাহমান, মাদ্রিদ: স্পেনের মাদ্রিদে ব্রাহ্মণ বাড়িয়া জেলার কয়েকজন বন্ধু্র গড়া সংগঠন 'বন্ধু মহল' এর দশ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে গত ২ অক্টোবর, সোমবার লাভাপিয়েস সংলগ্ন  বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন এর  হলরুমে নৈশভোজ এর আয়োজন করা হয়। এ আয়োজনে স্থানীয় ব্রাহ্মণ বাড়িয়ার উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী ও কমিউনিটি নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।
'বন্ধুমহল' এর দশ বছর পূর্তির  নৈশভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুমহল'র অন্যতম সদস্য আব্দুল মজিদ সুজন, মহি উদ্দিন মহি, রুবেল সরকার, জাহাঙ্গীর হোসেন, নাহিদ মিয়া, গিয়াস উদ্দিন, আবুল কালাম সরকারসহ আরো অনেকে। 
ব্রাম্মণ বাড়িয়ার প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম, কাজী আলমগীর, বাতেন সরকার, আলামিন সরকার, আব্দুল হক সরকার, মনির কাজী, মাঈনুদ্দিন, কবির মিয়া, জালাল সরকার, জনি আহমেদ, মশিউর আহমেদ, বায়োজিদ আহমেদ, সুমন মুন্সি, হামজা, পলাশ, মুসা প্রমূখ।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার,  বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সিনিয়র সহ সভাপতি আল আমিন মিয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সাবেক সদস্য সচিব দুলাল সাফা, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূইয়া কচি, বৃহত্তর খুলনা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, ফরিদপুর কল্যাণ সমিতির আহ্বায়ক হেমায়েত খান,  ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচএম মাসুদুর রহমান, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, জানে আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের কোষাধ্যক্ষ শাওন আহমদ, সহ কোষাধ্যক্ষ পিয়াস পাটোয়ারী, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দীন রাজী,  কাজী জসিম, ইয়াছিন শিকদার, আলামিন, শিশু মিয়া, সাজ্জাদ মিয়া, ছমির উদ্দিনসহ আরো অনেকে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com