Latest News

স্পেনে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন: নুরুল আহ্বায়ক, মাহমুদ সদস্য সচিব

মো. সিদ্দিকুর রহমান, মাদ্রিদ: স্পেনে গোলাপগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৮ নভেম্বর, মঙ্গলবার রাতে মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে আয়োজিত আলোচনা সভায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন।  ২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে 
নুরুল ইসলাম আহবায়ক, বেলাল আহমদ যুগ্ম আহবায়ক, মাহমুদ হোসাইন সদস্য সচিব এবং ইউসুফ আলী যুগ্ম সচিব নির্বাচিত হয়েছেন।
আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব হাবীব আলী।
সিলেট জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক ছানুর মিয়া ছাদ এবং গোলাপগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সাধারণ সম্পাদক বেলাল আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন। আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, সাধারণ  সম্পাদক রমিজ উদ্দিন , নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি তামিন চৌধুরী,  বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহ সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, কমিউনিটি ব্যক্তিত্ব সোহেল আহমদ সামছু প্রমূখ। 
গোলাপগঞ্জবাসীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস সালাম, আব্দুল কাইয়ুম সেলিম, জাহাঙ্গীর আলম, জমির আলী, রিপন আহমেদ প্রমূখ।
আলোচনা সভা শেষে নির্বাচিত ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় মাদ্রিদে বসবাসরত পোলাপগঞ্জের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com