Latest News

বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাবের 'ট্রফি সেলিব্রেশন ডিনার'

এসবিএন ডেস্ক: স্পেনের বার্সেলোনায় বাংলাদেশিদের দ্বারা পরিচালিত কিংস ক্রিকেট ক্লাবের অনুর্ধ্ব ১৫ দল কাতালান ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হওয়ায় ক্লাবের পক্ষ থেকে 'ট্রফি সেলিব্রেশন ডিনার' এর আয়োজন করা হয়।  রবিবার (১০ ডিসেম্বর) বার্সেলোনায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ আয়োজনে বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাবের সকল কর্মকর্তা, খেলোয়াড়, প্রশিক্ষকসহ স্থানীয় বাঙালি কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাবের সহযোগী সংগঠন 'জুনিয়র কিংস ক্রিকেট ক্লাব' এর সভাপতি আফাজ জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল আহমেদের পরিচালনায় ডিনারপূর্ব আলোচনায় কিংস ক্রিকেট ক্লাবের সফলতার নানা প্রসঙ্গ তুলে ধরেন ক্লাবটির সভাপতি ময়েজ উদ্দিন, অধিনায়ক মোহন রহমান ও  বার্সেলোনা কিংস ক্রিকেট ক্লাবের সাংঠনিক সম্পাদক জাফার হোসাইন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, সদস্য মিরণ নাজমুল, সালাহ উদ্দিন, সাদি রহমান, শাহজালাল জামে মসজিদের সহ সভাপতি আব্দুল বাসেত কয়সর, কমিউনিটি ব্যক্তিত্ব নজরুল ইসলাম চৌধুরী, বি অ্যাসোসিয়েশন সভাপতি শিপলু আহমেদ নিয়াজী, বিজনেস ক্লাব সভাপতি সাজিদ রহমান, বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউনিক বাংলা ড্রাইভিং স্কুলের পরিচালক সেলিম হোসেন খান, উজ্জল হাসান, মারুফ আলী, রুহুল আমিন প্রমূখ।
বক্তারা কাতালান লীগে কিংস ক্রিকেট ক্লাব অনুর্ধ্ব ১৫ চ্যাম্পিয়ন হওয়ায় ক্লাবের সকল খেলোয়াড়দের অভিনন্দন জানান। বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের গড়া ক্রিকেট ক্লাবের সফলতা কামনা করে বক্তারা স্পেনের জাতীয় ক্রিকেট দলে এ ক্লাবের খেলোয়াড়রা অন্তর্ভুক্ত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে  বাংলাদেশি এ দলের জন্য প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস প্রদান করেন বক্তারা।
আলোচনা শেষে উপস্থিত সবাইকে রাতের খাবার দিয়ে আপ্যায়ন করানো হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com