Latest News

শরীয়তপুর জেলা সংগঠন, স্পেন এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

এসবিএন ডেস্ক:  বার্সেলোনায়  'শরীয়তপুর জেলা সংগঠন, স্পেন' এর  পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৪ ডিসেম্বর, সোমবার স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত আলোচনা সভায় সংগঠনটিকে গতিশীল করতে পূর্ব গঠিত আংশিক কমিটিতে নানা পদে সদস্যদের অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি  খাদিজা আক্তার মনিকা। সাংগঠনিক সম্পাদক এমারত মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বার্সেলোনায় বসবাসরত শরীয়তপুর জেলার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা স্পেনে বসবাসরত শরীয়তপুর জেলার প্রবাসীদের স্ব-উন্নয়নের পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে প্রবাসীদের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় সংগঠনের সভাপতি খাদিজা আক্তার মনিকা সংগঠনের গঠনতন্ত্র পাঠ করেন এবং সদস্যদের পরামর্শে কয়েকটি ধারার সংযোজন বিয়োজন করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা  মজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসেন হাওলাদার,  সহ সভাপতি  মোস্তফা আজাদ, সহ-সভাপতি  নাসির সরদার, সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম, দপ্তর সম্পাদক সুমন ফকির, সহ সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন তপু, যুগ্ম সাধারণ সম্পাদক নুমান হোসাইন, যুগ্ম সম্পাদক খোকন ফকির, প্রচার সম্পাদক নাঈম প্রমূখ।
সভায় ঘোষিত ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ  কমিটির সদস্যরা হলেন- সভাপতি খাদিজা আক্তার মনিকা, সিনিয়র সহ সভাপতি মোক্তার হোসেন হাওলাদার,
সহ- সভাপতি মোস্তফা আজাদ সরদার, নাসির সরদার, রুবেল মাতবর, সাখাওয়াত হোসেন, সাগর খান, কামাল সরদার, ইমাম ফকির, 
সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক  শাহাদাত হোসেন তপু, মীর হোসেন হাওলাদার, বিশ্বজিত ঘোষ, নোমান কাকলী সাগর, লিংকন খান, খোকন ফকির, সবুজ মাতবর, সাংগঠনিক সম্পাদক এমারাত মোল্লা, অনিক মোল্লা, আক্তার হোসান হাওলাদার, হাসান সিকদার ডলার, দপ্তর সম্পাদক সুমন ফকির, সহ দপ্তর সম্পাদক সোহাগমীর, প্রচার সম্পাদক নাঈম হোসেন, সহ- প্রচার সম্পাদক পলাশ মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক পলাশ ফকির,  এ কে এম ইউনুস, সনাতন ধর্মাবলম্বী বিষয়ক সম্পাদক দিয়া ঘোষ, অর্থবিষয়ক সম্পাদক সুহাদা আক্তার মুন্নি, শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক খায়রুন নেছা, খাদিজা খাতুন, সুলতানা হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক জেমী আহমেদ, ফারহান খান, ক্রীড়া সম্পাদক রোমান রহমান, আব্দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক তুহিন ফকির, সুমি নাসির, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছোহরাব হোসাইন।  কার্যনিবাহী সদস্য মো.  সুজন ফরাজী, জলিল মোড়ল, নাসিমা বেগম, দোহা দেওয়ান, জাহিদুল ইসলাম।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com