এসবিএন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতালোনিয়া শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুন, মঙ্গলবার রাত ১০টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কাতালোনিয়া আওয়ামী যুবলীগ এর সভাপতি ছালাহ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কিশোর এর পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কাতালোনিয়া আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমু, স্পেন আওয়ামীলীগ এর মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার মনিকা, কাতালোনিয়া আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সহ-সভাপতি আবুতালেব আল মামুন লাবু, মানবাধিকার কর্মী মোহাম্মেদ কামরুল, স্পেন আওয়ামীলীগ এর সদস্য নাজমা জামাল, বন্ধুসুলভ মহিলা সমিতি বার্সেলোনার সভাপতি শিউলী আক্তার, আওয়ামীলীগ কাতালোনীয়া শাখার প্রচার সম্পাদক রুবেল হোসেন প্রমূখ।
এসময় আরো বক্তব্য দেন কাতালোনিয়া আওয়ামী যুবলীগের সদস্য জুয়েল আহমেদ, আব্দুল মান্নান, জাহিদুল ইসলাম দিপু, সুলেমান আহমেদ, ফারহান প্রীথম, মামুন হোসেন, আশরাফুল ইসলাম মাসুদ, শামিম আহমেদ চৌধুরী, জাকমান হোসেন তুহিন, ইমরুল ইসলাম সালমান, রাকিব রাজ, নুরুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে সবাই একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।