Latest News

গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেন শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

এসবিএন ডেস্ক: স্পেনের বার্সেলোনায় নব গঠিত গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেন শাখার উদ্যোগে বার্সেলোনায় বসবাসরত সিলেট বিভাগের কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুন, রবিবার রাত ১০টায় বার্সেলোনার একটি রেষ্টুরেন্টে আয়োজিত এ সভায় গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার প্রবাসীদের সম্পৃক্ত করে সংগঠনটিকে গতিশীল করার উদ্যোগ নেয়ার জন্য সমগত অতিথিরা মত প্রকাশ করেন।
নবগঠিত গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেন শাখার  সভাপতি আমিন আলী রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য দেন কমিউনিটি নেতা আব্দুল বাসিত কয়ছর, নুরুল ওয়াহিদ, রফিক উদ্দিন, সেলিম আহমেদ লালন, আব্দুল আলিম, শিপলু আহমেদ নিয়াজি, লুৎফুর রহমান সুমন,  গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, ছালাহ উদ্দিন, ইকবাল বকসি, আলকাস উদ্দিন, ময়েজ উদ্দিন, আবির আহমেদ, আলকাস উদ্দিন, রেদোয়ান আহমেদ প্রমূখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com