Latest News

স্পেনে মিষ্টির দোকানগুলোতে ভিড়, চলছে মিষ্টি বিতরণ

এসবিএন ডেস্ক: শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন - এমন খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এরপরই স্পেনে মিষ্টির দোকানগুলোতে প্রবাসীদের ভিড় লক্ষ্য করা গেছে। তারা মিষ্টি কিনছেন,  রাস্তায় হেঁটে হেঁটে আশেপাশের লোকজনদের মধ্যে বিতরণ করছেন। মিষ্টির সঙ্কট হতে পারে ভেবে অনেকেই  দোকানগুলোতে অগ্রিম বুকিং দিয়ে রাখছেন বলে জানালেন দোকানীরা।  সরেজমিনে দেখা গেছে, অনেক দোকানেই ১ ঘন্টার মধ্যেই মিষ্টি শেষ হয়ে গেছে।
মিষ্টি খাচ্ছেন, খাওয়াচ্ছেন- এমন ছবি ফেসবুকে দিচ্ছেন অনেকেই।
শেখ হাসিনার পদত্যাগে বিজয় আনন্দ উৎসবের আয়োজন করার জন্য স্পেনে স্থানীয় সময় সন্ধ্যার পর নানা আয়োজন হবে বলে জানা গেছে। স্থানীয় প্রবাসী  ছাত্র-ছাত্রী, বিএনপি, জামায়াত সমর্থকরা বিভিন্ন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com